নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকেই সফল আপনি কেন নন

 সফলতা কি শুধু সেজে ওঠার নাম? আপনি সফল আপনার সেরা জামাটাই হয়ে ওঠে ইতিহাস।

আপনি ব্যর্থ -আপনার নতুন জামাটাও হয়ে ওঠে উপহাস। এটাই বাস্তবতা এটাই সমাজ। কিন্তু প্রশ্ন হলো- সফলতা আসলে কি? সফল হতে হলে কি দরকার? অনেকে ভাবেন সফলতা বুঝি কপালের ব্যাপার। আবার কেউ ভাবে সফলতা তো শুধু গুটিকয়েক মানুষের জন্য। 

❌ কিন্তু না, সফলতা কাওকে আলাদা করে বেছে নেয় না। সফলতা হলো - ধৈর্য+অধ্যবসায়+দৃষ্টিভঙ্গি+সঠিক সিদ্ধান্তের ফলে।

💪 সফলতা মানে কি?

-   -   -   ‍---   -   -   -   -

সফলতা মানে গাড়ি বাড়ি নয়।

সফলতা মানে নিজের স্বপ্নের পথে সাহস করে এগিয়ে যাওয়া। সফলতা মানে গতকালের নিজেকে হারিয়ে আজকের নিজেকে খুঁজে পাওয়া।

আমি ইমরান আমাকে যদি কেও সফল বলে একদিন এ হয়নি সেটা হঠাৎ করে আসিনি।

💸🫵এটা শুরু হয়েছিল একটি ছোট সাহসী সিদ্ধান্ত থেকে।

⚡ একদিন শুরু করেছিলাম ‌তার পর হাজারো ব্যস্ততা ,বাধা আর কষ্টের মাঝেও থেমে যাইনি।

আমি পরিশ্রম করেছি, আমি বিশ্বাস রেখেছি আমি লড়েছি।

পেরিয়ে এসেছি কঠিন বাস্তবতা, ব্যর্থতার গ্লানি আর বহু প্রশ্নবানে।

আজ আমি গর্ব করে বলতে পারি - 

আমি সফল, কারণ আমি হাল ছাড়িনি। আমি থামিনি,কারন আমার কাছে সফলতা মানে শুধু ফল নয় , বরং যাত্রাটাই সফলতা। যদি আমি সেইদিন শুরু না করতাম,যদি আমি সেদিন ভয় পেয়ে থেমে যেতাম - তাহলে আজকের আমি কখনো সম্ভব হতো না।

এই জার্নিতে সবচেয়ে বড় অবদান যার, তিনি হলেন - একতা মাই বিজনেস প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব জয়নাল আবেদিন স্যার।

তিনি যে ছোট উদ্যোগ একদিন নিয়েছিলেন,আজ তা আমাদের মতো হাজার ও তরুণ কে দিয়েছে স্বপ্ন গড়ার প্ল্যাটফর্ম। 

আজ আমি একতা my business platform থেকে -⚡ প্রেসিভ ইনকাম উপভোগ করছি 

            ⚡ নিজের ও পরিবারের অথৃনৈতিক নিরাপত্তা গড়ে তুলছি.

মনে রাখবেন 

, একবার যদি আপনি এই অবস্থানে পৌছাতে পারেন আপনার পুরো পরিবারকে দিতে পারবেন স্বপ্নের জীবন। আমার এই যাত্রায় ব্যর্থতা এসেছে বহুবার। স্বপ্ন ভেঙেছে,মন ভেঙেছে...তবুও আমি থামিনি।

কারণ আমি বিশ্বাস করি - ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা। আর শেখা মানেই নতুন করে আরও শক্ত হয়ে এগিয়ে যাওয়া।

💪 আমি পরিশ্রম করেছি, সময় দিয়েছে নিজেকে বারবার হারিয়েছি আবার গড়ে তুলেছী। এভাবে ধাপে ধাপে আমি গড়ে তুলেছি আজকের ইমরান। তাই বলছি সফলতা কখনো হঠাৎ করে আসেনা‌‌। তুমি শুরু করলে, লেগে থাকলে, বিশ্বাস রাখলে‍‌ - তোমার সাফল্যেও শুধু সময়ের ব্যাপার। তুমি যদি সফল হতে চাও, তাহলে বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস, প্লাটফর্মের ওপর বিশ্বাস, আর ভবিষ্যতের ওপর বিশ্বাস - এই তিন টি জিনিস তোমার সাফল্যের ভিত্তি। তুমি যদি সত্যিকারের সফল হতে চাও তাহলে আমার মতো পরিশ্রম করতে হবে,আর কঠিন সময়েও নিজের লক্ষকে ধরে রাখতে হবে। সামনে থাকবে অসংখ্য বাধা, হতাশা, আত্মত্যাগের মুহূর্ত, কিন্তু সফল মানুষরা ,এগুলোকে ভয় পাইনা-তারা এগিয়ে যায়,শেখে,লড়ে,জেতে। 

আমার সফলতার পেছনে লুকিয়ে থাকা কিছু গোপন টিপস আজ আপনাদের সাথে শেয়ার করছি - যেগুলো আমার জীবন বদলে দিয়েছে।আশা করি আপনার জীবনেও নতুন আলো জ্বালাবে। 

১.নিজেকে বিশ্বাস করুন 💥

সবচেয়ে বড়ো শক্তি আপনার নিজের মধ্যেই। কেও আপনাকে বিশ্বাস না করলেও , আপনি নিজেকে বিশ্বাস করবেন।.

২. পরিশ্রম কোরুন-চুপচাপ,💥

ফলাফলের আগে কথা নয় কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। নিরবে পরিশ্রম করলেই সাফল্য গর্জে ওঠে। 

৩. রুটিন ও ডেডিকেশন বজায় রাখুন 💥

সময় কে নিয়ন্ত্রণে আনুন প্রতিদিনের ছোট কাজগুলোই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।

৪. নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকুন 💥

যারা আপনার স্বপ্নে বিশ্বাস রাখে না তাদের কথায় নিজের গতি হারাবেন না। নিজের পথে ফোকাস রাখুন

৫ . শিখতে থাকুন থেমে থাকবেন না, 💥

জীবন মানে শেখা। প্রতিদিন কিছু না কিছু শিখুন। সফল মানুষরা কখনো শেখা বন্ধ করে না। 

৬ . ধৈর্য রাখুন 💥

সাফল্য কখনোই এক রাতের গল্প নয়। সময় দিন নিজেকে প্রস্তুত করুন ফল আসবেই ইনশাআল্লাহ ‌‌।

সফলতা কোন জাদু নয়-এটা প্রতিদিনের লড়াই বিশ্বাস আর কখনো না থেমে যাওয়ার গল্প। আমি ইমরান পেরেছি আপনিও পারবেন। শুরু করুন আজই নিজের স্বপ্ন পূরণের সাহসী হন।

অনেকেই ভাবেন সফলতা হঠাৎ করে আসে, রাতারাতি আসে। কিন্তু সত্যি কথা হলো,নিরলস পরিশ্রম এ আর সবচেয়ে বড় জাদু - নিজের প্রতি বিশ্বাসে।

আমি ইমরান আজ যদি কেউ আমাকে বলে, তুমি সফল, তবে আমি গর্ব করে বলি-হ্যা, আমি পেরেছি। কিন্তু সেটা একদিন এ হয়নি।

💥 আমি হোঁচট খেয়েছি

💥ব্যথ হয়েছি

💥একা লড়েছি তবুও আমি দামিনি।

কারন আমি বিশ্বাস করি, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করে শেকা ও আরো শক্তভাবে ফিরে আসা।

আজ আমি দাঁড়িয়ে আছি যেখানে সেখানে আস্তে আমাকে শিখতে হয়েছে -

কিভাবে নিজেকে তৈরি করতে হয় , কিভাবে সময় কে সম্মান করতে হয়, আর কিভাবে লক্ষ্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়।

📡 তুমি - ও পারবে!

শুধু সাহস করে আজই শুরু কর।আর দেখো,কি ভাবে তোমার স্বপ্ন বাস্তবে ধরা দেবে।

সফলতা তোমার দরজাটি আসবে - যদি তুমি সাহস করে প্রথম পা বাড়ালো।

#সফলতারগল্প #Dreambig #passiveincome #Digitaljorney a



Comments

Popular posts from this blog

পৃথিবী বদলে দিচ্ছে ডিজিটাল মার্কেটপ্লেস ফ্রিল্যান্সিং নয় এটা এক নতুন জীবনযাত্রা আপনিও হন একতা মাই বিজনেস প্লাটফর্ম এর সাথী জানুন Ekta My Business platform‌ নিয়ে বিস্তারিত

🌹🥰ভালোবাসা মানে পাশে থাকা নয়, অন্তরে জায়গা করেনেয়া💝